প্রিন্ট এর তারিখঃ Nov 30, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড উদ্বোধন

টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১২ টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বেতুয়া পলশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো.রাজিব হোসেন, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা অফিসার আক্তার ভানু, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, "বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”- এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় ১৬০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কাজ হাতে নিয়েছেন জেলা প্রশাসক শরীফা হক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com